মাদক

ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৫ , ৪:২৪:১৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:  ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাতে কোতোয়ালী থানার ১ নম্বর ফাঁড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করে।

 

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশে এবং ১ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কমর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযানে অংশ নেয়। এসময় কৃষ্টপুর এলাকার চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী—

১. রুবেল (৪৫),

২. পাপ্পু (৪০),

৩. আবির (২০),

—কে ৩০০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক ও ছিনতাই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক দমন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Authors

আরও খবর

Sponsered content