সারাদেশ

সাভারে কিশোর গ্যাং এর হাতে কাঠমিস্ত্রীর মৃত্যু

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৪ , ৩:৩৪:১০ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : পূর্ব শত্রুতার জেরে সোহেল মিয়া নামের এক কাঠ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। সোমবার রাতে সাভারের বাজার রোড এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে ওই যুবক কাঠ মিস্ত্রির দোকানের কাজ করছিলেন এসময় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাকে ডেকে নেন। পরে পূর্ব শক্রতার জের ধরে তাকে সেখানে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সারাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ। এঘটনায় নিহতের বাবা ছেলে হত্যার কথা শুনে স্ট্রোক করেছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি আকবর আলী জানান, আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরদিকে সাভারের ভাকুর্তা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এছাড়া ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নে আশি বছরের দাদিকে কুপিয়ে হত্যা করেছে নাতি। পরে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।

Author

আরও খবর

Sponsered content