ধর্ম

৩০০ দৃষ্টি প্রতিবন্ধী পেলেন এক মাসের খাদ্য সহায়তা

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৪ , ৩:১১:২৯ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধিঃ সাভারে পবিত্র রমজান মাস উপলক্ষে ৩০০ অসহায় দৃষ্টিপ্রতিবন্ধীকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। গত ১১ মার্চ থেকে তিন দিনব্যাপী রাজধানীসহ সারাদেশে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে আসছে সংস্থাটি।

বৃহস্পতিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার এনএফভিআই শপিং কমপ্লেক্সে এসব খাবার বিতরণ করা হয়।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভাইস-চেয়ারম্যান মোকলেসুর রহমানের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।

আইয়ুব আলী হাওলাদার বলেন, দারিদ্র্য বিমোচন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বেসরকারি পর্যায়ে সরকারের সাথে সমন্বয় করে কাজ করছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যানে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে কাজ করছি।

এছাড়াও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে-ভাই-বোনদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এদিকে বিনামূল্যে এক মাসের খাদ‍্য সামগ্রী পেয়ে খুশি দৃষ্টি প্রতিবন্ধীরা। তাদের মধ্যে মানিকগঞ্জ জেলার জয়মন্ডপ এলাকার অসহায় দৃষ্টি প্রতিবন্ধী সুনীল মণ্ডল ও স্ত্রী পুষ্পা রানী মন্ডল বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট। আমাদের কন্যা সন্তানটি ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে। এখন এই এক মাসের খাদ‍্য সামগ্রী পেয়ে রোজার মাসে কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাবে।

খাদ্য বিতরণকালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কোষাধ্যক্ষ হারুন-অর রশিদ, সংস্থার সাভারের এনএফভিআই শপিং কমপ্লেক্সের ইনচার্জ আব্দুর রহিম, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় প্রকল্পের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার হোসাঈন, আইন বিষয়ক সম্পাদক নাজমুল হুদা শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content