জনপ্রিয় - নিউজ

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও ছয় দফা দাবি আদায়ে সাড়া না পেয়ে ফের আন্দোলনে নেমেছেন। দাবিগুলো বাস্তবায়নের দাবিতে তারা মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে রেখেছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, উপাচার্য অধ্যাপক এ কে এম ফজলুল হক ভূঁইয়ার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, আবাসিক হলে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, হামলার সঙ্গে জড়িত শিক্ষকদের পাশাপাশি বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অনতিবিলম্বে ‘কম্বাইন্ড ডিগ্রি’ প্রদান করতে হবে। এসব দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে গতকাল সোমবার বিকেলে শিক্ষার্থীরা একই স্থানে রেলপথ অবরোধ করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম বলেন, “প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

প্রসঙ্গত, গত রোববার শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা সেই নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন এবং ছয় দফার আল্টিমেটাম দেন।

Authors

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮

শাহ জাফর টেকনিক্যাল কলেজে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় রকি স্পোর্টিং ক্লাব ও হামিম স্পোর্টিং ক্লাব

নতুন সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)” এর আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা

ইসলামি প্রজন্ম পরিষদের উদ্যোগে সাভারে সীরাত কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত