সারাদেশ

বটিয়াঘাটা প্রশাসন পরিচয় ৬ লাখ টাকা ছিনতাই

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৪ , ৩:৪২:২৫ প্রিন্ট সংস্করণ

মোঃ ইমরান বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :-দাকোপের ব্যবসায়ি দেবাশীষ বাইন( ৪০)  গত বৃহস্পতিবার দোকানের মালামাল করার উদ্দেশ্যে খুলনা রওনা হয় আনুমানিক বেলা একটা সময় বটিয়াঘাটা ব্রিজ পার হয়ে বালুরমাট সংলগ্ন প্রশান্ত সচিবের বাড়ি থেকে পঞ্চাশ গজ দূরে ব্যবসায়ী দেবাশীষ বাইনের গাড়ি সিগন্যাল দেয় প্রশাসন পরিচয় একদল ছিনতাইকারী। পরে তাকে গাড়ি পাশে রাখতে বলে,তারা বলে আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার ব্যাগে মাদক আছে। এই বললে, দেবাশীষ বাইন গাড়ি সাইট করে বলে, আমার ব্যাগে কোন মাদক নেই। এখানে ব্যবসার জন্য খুলনায় যাচ্ছি মাল কিনব টাকা আছে বেগে। টাকা দেখে তারা দেবাশিস বাইনের হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে লাথি মেরে রাস্তার পাশে ফেলে দেয়।তাদের চারজনের মাথায় হেলমেট ছিল। দ্রুত মোটরসাইকেলে  তারা খুলনা মুখে চলেযায়। দেবাশীষ বাইনে আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে চারিদিকে খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে বটিয়াঘাটা থানায় মৌখিকভাবে জানায়। পরবর্তীতে শনিবার বটিয়াঘাটা থানায় হাজির হয়ে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।তবে এখনো কোন তথ্য উদঘাটন করতে পারেনি প্রশাসন।

Author

আরও খবর

Sponsered content