সারাদেশ

রাজবাঁধ ঠাকুরুন তলা রাস্তাটি বছর না যেতেই ভেঙ্গে পড়েছে

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৪ , ১:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের ১ং ওয়ার্ডের রাজবাঁধ মেইন রোড হতে রাজবাঁধ ঠাকুরুন তলা থেকে জিপিএস অভিমুখে রাস্তাটি নির্মাণের কয়েক মাসের মধ্যে ভেঙ্গে পড়েছে।এ বিষয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। রাস্তাটি ২০২২-২৩ অর্থ বছরে সরকারি রাজস্ব তহবিলে ৫,৯৭,৪৫৭ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল।ওয়ার্ড কমিটির সভাপতি মেম্বার দেবব্রত মল্লিকের তত্ত্বাবধারনে প্রকল্পটি উদ্বোধন করেন জলমা ইউনিয়নের চেয়ারম্যান বিধান রায়।এ বিষয়ে জানতে চাইলে দেবব্রত মল্লিক বলেব,পাশে পুকুরের পানি চেঁস দেয়ার পর ঐদিন রাতে বৃষ্টির কারনে ধঁসে পড়েছে।আমরা দ্রুত আবার মেরামত করবো।

Author

আরও খবর

Sponsered content