উৎসব অনুৃষ্ঠান

ইসলামি প্রজন্ম পরিষদের উদ্যোগে সাভারে সীরাত কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১১:৫৬ প্রিন্ট সংস্করণ

হাসান মাহমুদ, স্টাফ রিপোর্টার : সাভারের মডেল মসজিদ মিলনায়তনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছিল  সীরাত কনফারেন্স ২০২৫।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ আয়োজন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সাভারের সর্বজনীন উলামায়ে কেরামের উপস্থিতি ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এ সময় বিশেষভাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন পীরে কামেল আল্লামা জহিরুল ইসলাম, যিনি অনুষ্ঠানে আধ্যাত্মিক নেতৃত্বের মুরুব্বি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও অন্যান্য অতিথিরা ইসলামী দিকনির্দেশনা ও মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে আন নাশীদ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে হৃদয় ছোঁয়া নাতে রাসুল ও ইসলামী সংগীত, যা পুরো মিলনায়তনে সৃষ্টি করে আধ্যাত্মিক আবহ।

 

পরে নির্ধারিত বিষয়ে মূল আলোচনায় অংশ নেন প্রধান আলোচক ও বিশেষ অতিথিরা। তাঁদের আলোচনায় উঠে আসে—সীরাতের আলোকে আত্মপরিচয়, সমকালীন ফেতনা মোকাবিলা, নেতৃত্ব ও সমাজ পুনর্গঠনের দিকনির্দেশনা।

 

অনুষ্ঠানটি ইসলামী প্রজন্ম পরিষদের উদ্যোগে চমৎকারভাবে আয়োজন করা হয়। কনফারেন্স বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম ও মেহনত করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা মাসুম রব্বানী, মুখপাত্র মাওলানা মাসউদুর রহমান জাফরী, সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান জহিরী, প্রধান সমন্বয়ক মুফতি ফয়জুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক শাহেদ করিম ইমরুল।

Authors

আরও খবর

Sponsered content