অনুসন্ধান

রানীশংকৈলে ভুয়া “জ্বিনের বাদশা” চক্রের দৌরাত্ম্য প্রশাসন প্রশ্নবিদ্ধ

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৩৩:৪৪ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু :   ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানাকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ঘুরছে স্থানীয়দের মুখে মুখে। এলাকাবাসীর দাবি—এখানে ভুয়া “জ্বিনের বাদশা” চক্র বহুদিন ধরে সক্রিয় থাকলেও থানার ওসি পরিবর্তন হলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

অভিযোগের বিস্তারিত

এই চক্র নানাভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা চালাচ্ছে।
প্রভাবশালী সদস্যরা থানার কিছু অসাধু কর্মকর্তাকে টাকা ও নারীর প্রলোভনে ফাঁসিয়ে ভিডিও ধারণ করে।
পরে সেই ভিডিও ব্যবহার করে পুলিশ কর্মকর্তাদের মুখ বন্ধ করে দেয়া হয়।
ফলে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হলেও মূল অপরাধীরা রয়ে যায় নিরাপদে।
স্থানীয় অভিযোগে যাদের নাম উঠে এসেছে—

প্রথম চক্র

রুবেল (৩৫) রুপালি (৩০) ছুটনি (৫৫) বন্না (৩৩) মারুফ (সাং কোচল, রানিশংকৈল, ঠাকুরগাঁও)

দ্বিতীয় চক্র

সালাম (৫০) সিমা (৪৫) সুমন (২৫) আরও ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি (সাং কোচল, রানিশংকৈল, ঠাকুরগাঁও)

এলাকাবাসীর দাবি

চক্রের গডফাদার ও সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় মানুষ বিশ্বাস করবে—দেশ এখনো অন্যায় ও স্বার্থান্বেষী গোষ্ঠীর কবলে বন্দি।

এলাকাবাসীর অভিযোগ

সাধারণ মানুষকে দূরদূরান্ত থেকে এনে কোর্টে চালান করা হয়।

প্রতিবাদ করলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এলাকায় ভয়ভীতি ছড়িয়ে পড়েছে, ফলে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

Author

আরও খবর

Sponsered content