জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল উপজেলায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে পবিত্র রমযান উপলক্ষে হত দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (২১ মার্চ) নান্দাইল উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল তত্ত্বাবধানে ৩৫০ জন ভাগ্যাহত অসহায় মানুষের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২কেজি চিনি, ২লিটার ভোজ্য তেল ও ২ কেজি ছোলা বুট।খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়। নারী পুরুষ উভয়ই মোনাজাতে অংশ গ্রহণ করে। মোনাজাতে সকল দেশবাসী ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করা হয়।
ভুক্তভোগী আলামিন মিয়া (৬০) আব্দুর রশিদ(৫৫) এর সাথে কথা বলে জানা যায়, দুজনেই অসহায়। তারা চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের বাসিন্দা। রোজার মাসে এই খাদ্য সামগ্রী পেয়ে তারা অনেক খুশি।
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, আমরা ৪টি জেলার ৮ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করছি। ময়মনসিংহ নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেল নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার ভূইঁয়া উজ্জল,উপজেলা যুবলীগ আহ্বায়ক আবু নাঈম ভূইঁয়া ফারুক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফয়জুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাউন্সিল শফিকুল ইসলাম ভূইয়া, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ উদ্যোক্তা আমেরিকার সংস্তার কর্মকতা বৃন্দ।