উন্নয়ন

কুমিল্লা-ঢাকা সরাসরি রেলপথে এক ঘণ্টায় যাতায়াত সম্ভব : মনিরুল হক চৌধুরী

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ

মনিরুল ইসলাম, লালমাই,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা থেকে ঢাকায় সরাসরি রেলপথ নির্মাণ করা হলে মাত্র এক ঘণ্টায় যাতায়াত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

রবিবার সকালে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত অর্থনৈতিক করিডোর সমীক্ষা বিষয়ক স্টেকহোল্ডার পরামর্শ কর্মশালায় তিনি এ প্রস্তাব দেন।

মনিরুল হক চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে রেল যোগাযোগে আমূল পরিবর্তন আনা সম্ভব। সরাসরি রেল সংযোগ হলে কেবল কুমিল্লা নয়, দেশের পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত থেকে এ বিষয়ে মতামত দেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নিয়ে নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরেন। আলোচনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কমানো, সড়ক ও রেলপথকে সমন্বিত করে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয় গুরুত্ব পায়।
এসময় কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী , কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত থেকে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।

বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত সরাসরি রেলপথ বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণ সময় কমবে, যানজট হ্রাস পাবে এবং পণ্য পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে কুমিল্লা এবং সমগ্র পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Author

আরও খবর

Sponsered content