সভা

ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৫ , ৫:০১:৩৯ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল।ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আট বছর পর ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ এ সোমবার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
​সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, সেই ২১ দফাকে ভিত্তি করেই বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন।
​মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান “ফ্যাসিস্ট ব্যবস্থায়” দেশ আজ ভেঙে গেছে। এই ভেঙে যাওয়া কাঠামোকে পুনর্গঠন করতে এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।
​তিনি নেতাকর্মীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় একটি নতুন ও শক্তিশালী বিএনপি গঠিত হবে। এই নতুন কমিটি শুধু নতুন পথের দিশা দেবে না, বরং একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠার জন্যও কাজ করবে।
​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন -২০২৫ খ্রি:
নব নির্বাচিত
সভাপতিঃ-মির্জা ফয়সল আমিন এবং
সাধারণ সম্পাদকঃ- পয়গাম আলী।

Author

আরও খবর

Sponsered content