প্রতিবাদ, বিক্ষোভ

ফরিদপুরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৫ , ১:৩৪:৫৫ প্রিন্ট সংস্করণ

মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর জেলা প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জিওপি কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির হাওলাদার ও ফরিদপুর জেলা জিওপি বৈদ্যাশিক কর্মস্থান ও প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ এমদাদ শেখ- এর তত্ত্বাবধানে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ফরিদপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদ-জিওপি সভাপতি ফরহাদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরু মিয়া,সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান, ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান,সাংগঠনিক সম্পাদক আল-আমিন হক্ব,ফরিদপুর জেলা সাবেক সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস,পৌর শাখা গণঅধিকার পরিষদ-জিওপি সদ্য সাবেক আহবায়ক কামরুল হায়দার, যুগ্ম আহবায়ক তারেক শেখ,মোল্লামেল মৃধা, সদস্য সচিব শরিফুল ইসলাম বাপ্পী, যুগ্ম সদস্য সচিব আবু বকর চৌধুরী,সদস্য শাকিব পাট্টাদার,

মিছিল শেষে সমাবেশে বক্তারা নুরুল হক নুরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আয়োজনেঃ-গণঅধিকার পরিষদ, ফরিদপুর পৌর শাখা।

Author

আরও খবর

Sponsered content