প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৫ , ১:৪২:৫৩ প্রিন্ট সংস্করণ
সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মধ্যনগর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য নান্টু সরকার আহ্বায়ক ও মধ্যনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিবাস সরকার সদস্য সচিব মনোনীত হয়েছেন।
গত ৮ই সেপ্টেম্বর সোমবার সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক অজিত দাস ও সদস্য সচিব রাজন তালুকদারের যৌথ স্বাক্ষরে ৩১ সদস্যের এই কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বিপ্লব তালুকদার, বকুল তালুকদার, সুকুমার বিশ্বাস ,প্রফুল্ল তালুকদার (ছানু ),স্বদেশ চাকমা ,বিজয় সরকার, নির্মল সরকার ,চয়ন দেবনাথ ।
কমিটিতে মনোনীত সদস্যরা হলেন টিটুরঞ্জন তালুকদার ,বিনয় সরকার, অজয় রায়, গৌরাঙ্গ তালুকদার ,সুবাষ সরকার,রিপন তালুকদার ,উলুং চাকমা,উরু জাসং, রিতা রানি তালুকদার, নিশা রানী সরকার ,শিলা রানী সরকার ,দয়াল সরকার ,জনিক সরকার, রূপক তালুকদার, রিপন তালুকদার, মিনাল সরকার ,কমল তালুকদার, মানিক সরকার ,সুকেশ বর্মন।