উন্নয়ন

ভালুকায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৭:৫৮ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকার উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) ভালুকার বেশ কয়েকটি স্কুল ও কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈমুল করিম জান্নাত। সভাপতিত্ব করেন আতিক উল্লাহ বাহার এবং সঞ্চালনা করেন কায়সার আহমেদ কাজল।

উত্তরা ভালুকা সমিতির সদস্যরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বাড়াতে তাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বিশ্বাস করেন, ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশের উন্নতিতেও এটি ভূমিকা রাখবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উত্তরা ভালুকা সমিতির সদস্য আসাদ খান, মাজহারুল ইসলাম আপন, সাহেবুল আলম শাওন এবং শরীফ হাসান। অতিথিরা উত্তরা ভালুকা সমিতির এমন জনহিতকর কাজের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Authors

আরও খবর

Sponsered content