সারাদেশ

অস্ত্র ও পিকআপসহ ভালুকায় ৬ ডাকাত আটক

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৩৪:২৪ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কাঠালী সততা ফিড মিলের সামনে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করা হয়।

 

ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোবিন্দ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতি নিতে থাকা ছয়জনকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাইফুল ইসলাম (৩৮), মো. মনির হোসেন (২৮), মো. শাহজাহান মিয়া (২৭), শিপন মিয়া (২৩), মো. আব্দুল মমিন রুমন (২৪) ও শহিদুল ইসলাম (৩০)। তাদের মধ্যে তিনজন মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার এবং একজন ময়মনসিংহ জেলার বাসিন্দা।

 

অভিযানকালে তাদের কাছ থেকে দুটি ধারালো দা, দুটি টর্চ লাইট, একটি হেক্সো ব্লেড, একটি লোহার পাইপ (২০ ইঞ্চি), একটি লম্বা রশি (১০ ফুট) ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

 

এ ঘটনায় ভালুকা মডেল থানায় ডাকাতি প্রস্তুতি মামলা (মামলা নং-১৭, তারিখ-০৯/০৯/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Authors

আরও খবর

Sponsered content