প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৪৯:০৯ প্রিন্ট সংস্করণ
ছাতক উপজেলা প্রতিনিধি , সাজ্জাদ মাহমুদ মনির:
সুনামগঞ্জের ছাতকে চাঞ্চল্যকর এক ঘটনায় পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এ সময় অভিযুক্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পুলিশের কাজে বাধা দেয় বলে অভিযোগ করেছে থানা পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী ফোর্সসহ অভিযান চালিয়ে পূর্বহাটি এলাকার মৃত আতাউর রহমান আতা মিয়ার ছেলে, নাশকতা মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা মাহতাব আহমদ ওরফে জয়কে গ্রেপ্তার করতে গেলে, ছাত্রদলের নেতৃত্বে থাকা একটি গ্রুপ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং জয়কে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।
এই ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ হযরত আলী পরদিন বুধবার দুপুরে ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগ নেতা মাহতাব আহমদ জয়সহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। অভিযোগে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়।
পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।