প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৪৪:০৯ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় বিশেষ অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুইটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৫টা ১০ মিনিটে ধোবাউড়া থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আল-মামুন সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে। অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোজাম্মেল হক, এসআই আনোয়ার হোসেন ও এএসআই শরীফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানে ধোবাউড়া থানার ধাইরপাড়া এলাকায় কলসিন্দুর-ধোবাউড়া সড়কের পাশ থেকে পানির ট্যাংকির নিকট থেকে ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা। এছাড়া জব্দ করা দুইটি প্রাইভেট কারের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলো—
১. আলামিন (৩২)
২. রুবেল (৩৪)
৩. মোঃ সাইফুল (২২)
৪. মোঃ হাবিকুল ইসলাম (৩৫)
পুলিশ জানায়, জব্দকৃত আলামতসহ মোট মূল্য দাঁড়ায় প্রায় ৩২ লাখ ৬৪ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।