শিক্ষা ও ক্যাম্পাস

রাজাপুর ফুটবল একাদশ বনাম কালিয়ান্ড ফুটবল একাদশ (০০) ঘোল খেলায় প্রধান অতিথি মোঃ হাসিবুর রহমান অপু

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১১:৫১ প্রিন্ট সংস্করণ

মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর ১ আসনের এন সি পির মনোনয়ন প্রত্যাশী মোঃ হাসিবুর রহমান অপুর নিজ এলাকা রাজাপুর স্কুল মাঠে আজ ১২/০৯/২০২৫ রোজ শুক্রবার বিকাল ৪ঃ৩০ মিনিটে ফুটবল খেলার আয়োজন করেছে এলাকাবাসী সেখানে যেন রাজনীতির এক বিশাল জনসমুদ্র বয়ে গেলো ।

রাজাপুর ফুটবল একাদশ ০ কালিয়ান্ড ফুটবল একাদশ ০ হাড্ডাহাড্ডি খেলা দেখতে দূর দূরান্ত থেকে এলাকাবাসী ছুটে এসেছে রাজাপুর হাই স্কুল মাঠে এখানে আরো উপস্থিত ছিলেন মোঃ সাইফ খান যুগ্ম সমন্বয়কারী এনসিপি ফরিদপুর জেলা, মোঃ সোহেল রানা সাবেক সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মোঃ মেহেদী হাসান সাধারণ সম্পাদক মটর ওর্কাস (১০৫৫) ফরিদপুর , মোঃ পারভেজ হোসেন ঢাকা মিরপুর জোন এর নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন , মোঃ সাবিদ হাসান বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ মতিউর রহমান মুন্না, সাধারণ সম্পাদক বোয়ালমারী উপজেলা গণ অধিকার পরিষদ, গাজী মনির, রাজাপুর , বরুণ রাজাপুর, টিটোন গাজী রাজাপুর, বাসার মেম্বার কালিয়ান্ড,মোঃ হিরু মোল্লা রাজাপুর, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খেলা শেষে প্রধানআসা অতিথির বক্তব্যে মোঃ হাসিবুর রহমান অপু বলেন আমার নিজ এলাকার মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসে তারি বহি প্রকাশ আজ এই রাজাপুর হাই স্কুল মাঠ এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন আপনাদের যেকোন প্রয়োজনে যেকোনো সময় আমাকে স্মরণ করবেন আমি নিঃস্বার্থভাবে আপনাদের পাশে এসে দাঁড়াবো রাজনীতি করতে এসেছি মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই আপনারা আমাকে সহযোগিতা করুন আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন ।

Author

আরও খবর

Sponsered content