খেলা

ময়মনসিংহে টিআরসি নিয়োগে ৭১ জন উত্তীর্ণ

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০৮:২৯ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে ধারণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি কৃতকার্য প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আইনের বই উপহার দিয়ে অভিনন্দন জানান।

পুলিশ সুপার তার বক্তব্যে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলায় টিআরসি নিয়োগ প্রক্রিয়ায় ৭১টি শূন্য পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে মোট ৩১৩৮ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬০৫ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় ১৩০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরিশেষে নিয়োগ বোর্ড কর্তৃক ৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

Authors

আরও খবর

Sponsered content