প্রতিবাদ, বিক্ষোভ

ডাঃ জাহেদুর রহমানকে হত্যার হুমকি ও নাস্তিক অপবাদ দেয়ার বিরুদ্ধে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ১০:১২:৪৬ প্রিন্ট সংস্করণ

আহমদ রেজা, চট্টগ্রাম প্রতিনিধি: জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক ডাঃ জাহেদুর রহমানকে মদুদিবাদি জামাত রাজাকার দল কর্তৃক হত্যার হুমকি ও নাস্তিক অপবাদ দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

world humanity revolution,Bangladesh
এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

ডাঃ জাহেদুর রহমানকে হত্যার হুমকি ও অমুসলিম অপবাদ দেয়া সব মানুষের জন্য আল্লাহ প্রাণাধিক প্রিয় নবী (সা.)-এর দেয়া জীবনের নিরাপত্তা ও জীবনের স্বাধীনতা হরন এবং সত্য তুলে ধরার বাকস্বাধীনতা রুদ্ধ করার এজিদবাদি স্বৈরদস্যুতান্ত্রিক জংগিবাদী কুফরি আচরণ বলে উল্লেখ করেছেন আল্লামা ইমাম হায়াত।

জীবনের মালিক একমাত্র আল্লাহ ও তাঁর মহান রাসুল(সা.)- উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, কাউকে হত্যাকারি বা হত্যার হুমকিদাতা ইসলামের দল হতে পারেনা বরং ইসলামের বিপরীত এবং নাস্তিকতার বিষে আক্রান্ত অমুসলিম ও মানবতার শত্রু অমানুষ শয়তান।

একাত্তর থেকে চব্বিশের পুলিশ হত্যাযজ্ঞ পর্যন্ত মদুদিবাদি রাজাকার দলের ইতিহাস খুন সন্ত্রাসের ইতিহাস উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন,
মদুদিবাদ ইসলামের দল নয় বরং ইসলামের ছদ্মনামে ঈমান ধ্বংসাত্মক ও ইসলামের প্রকৃত আদর্শের বিপরীত মতবাদ।

ওয়াবিবাদ মওদুদিবাদ ইত্যাদি ইসলামের মুখোশধারী মতবাদের রাজনীতি ইসলামের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের রাজনৈতিক দিকদর্শন প্রাণাধিক প্রিয় নবী(সা.)- এর  দেয়া সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার-মর্যাদা-মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি।

একক ধর্মের নামে বা একক জাতি গোষ্ঠী ভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ও স্বৈররাজনীতি ইসলামে নিষিদ্ধ ও ইসলামের সম্পূর্ণ বিপরীত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, মওদুদিবাদ ওয়াবিবাদ ইসলামের দল নয় বরং আকিদাগত ও রাজনৈতিক সব দিকে ইসলামের বিরুদ্ধে ধ্বংসাত্মক দল।

কোনো একক ধর্মের নামে রাষ্ট্র ও রাজনৈতিক দলকে ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক অধর্ম ধোকা ও মানবতা ধ্বংসাত্মক এবং গণতন্ত্র ধ্বংসাত্মক উগ্রবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক জংগীবাদ সন্ত্রাসবাদ উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির দল কখনোই তাদের মতবাদের বাইরে কারো জীবন ধর্ম অধিকার স্বাধীনতা মর্যাদা স্বীকার করে না বরং অস্বীকার ও উৎখাত করে।

মদুদিবাদি ওয়াবিবাদি তালেবানী জংগীবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক খুনি জালিম স্বৈরতান্ত্রিক ফ্যসিস্ট গ্যাং গুলোর খুন মবসন্ত্রাস ধ্বংসযজ্ঞ হুমকি জবরদখল স্বৈরদস্যুতা থেকে সবার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- ধর্ম ও রাষ্ট্র এবং গণতন্ত্র রক্ষায় সব ধর্মের মানবিক মূল্যবোধের ধারক ও সকল মানবিক মানুষকে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হবার আবেদন জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, সঠিক লক্ষ্যে ধর্মের শান্তিময় প্রেমময় মানবিক গণতান্ত্রিক প্রকৃত ধারার ধারক ও মানবিক শক্তির ঐক্যই জীবন ও রাষ্ট্র রক্ষার একমাত্র উপায়।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: প্রতিবাদ, বিক্ষোভ

ডাঃ জাহেদুর রহমানকে হত্যার হুমকি ও নাস্তিক অপবাদ দেয়ার বিরুদ্ধে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ

ইউএনও’র বিরুদ্ধে সংবাদ প্রচার, প্রতিবাদে রাস্তায় সহস্রাধিক মানুষইউএনও’র বিরুদ্ধে সংবাদ প্রচার, প্রতিবাদে রাস্তায় সহস্রাধিক মানুষ

পীরগঞ্জে নিজ উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বদলি : উপজেলাবাসীর ক্ষোভ

হরতালে অচল বাগেরহাট, সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ

পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল স্মারক লিপি প্রদান

ফরিদপুরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল