দুর্ঘটনা

নিউ মার্কেটের দুধমহলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৪৮:৩৮ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের নিউ মার্কেট এলাকার দুধমহলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মার্কেটের দুধমহল অংশ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ব্যবসায়ী ও সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই দোকানের মালামাল নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইতোমধ্যে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Authors

আরও খবর

Sponsered content