উন্নয়ন

পাইকগাছায় নবলোক ও ওয়াটার এইডের সাথে পৌর কর্মকর্তাদের মতবিনিময়

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৫১:৫৬ প্রিন্ট সংস্করণ

মো: জালাল উদ্দীন, পাইকগাছা উপজেলা প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নবলোক ও ওয়াটার এইডের প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর পানি শাখার বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভায় বিস্তৃত আলোচনা হয়।

সোমবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসকের প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন ওয়াটার এইড ইংল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর হাচিন জাহান। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিছা রোজ, এ্যামিলি রোজ, টেকনিক্যাল কোঅর্ডিনেটর তাহমিদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর নিহাল আজমত মহি, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মেদ, ওসি মোঃ রিয়াদ মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর প্রধান সহকারী জিয়াউর রহমান, হিসাব রক্ষক মৃণাল কান্তি সানা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী, সিটিআরপি প্রজেক্টের কাওছার আলীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

সভা শেষে অতিথি বৃন্দ পৌরসভার সরল পানিশাখা সহ অন্যান্য কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

Authors

আরও খবর

Sponsered content