প্রশাসন

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৫৫:৫৩ প্রিন্ট সংস্করণ

মো:কোরবান আলী রিপন, সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সিরাজগঞ্জ জনাব মুনতাসির মামুন মুন এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়।

সেখানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মোঃ হাফিজুর রহমান (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, জনাব মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল, জনাব মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জসহ অফিসার ইনচার্জবৃন্দ, ইউনিট ইনচার্জগণসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

তাঁরা বিদায়ী অতিথির শিক্ষানবিশকালীন বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সংবর্ধনা স্মারক উপহার দেন। পুলিশ সুপার মহোদয়সহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদায়ী অতিথির ভবিষ্যতের জন্য নিরঙ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও শুভকামনা।

Author

আরও খবর

Sponsered content