উৎসব অনুৃষ্ঠান

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৫৯:১১ প্রিন্ট সংস্করণ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন এর সভাপতিত্বে ও পাওয়ার টেকনোলজির ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোহাম্মদ হাসান আলী ও ইনস্ট্রাক্টর (ননটেক) দেবজাণী তরফদার এর যৌথ সঞ্চালনায় ইলেকট্রিক্যাল বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী হাফিজ ফয়জুর রহমানের কুরআন তিলাওয়াত ও ৪র্থ পর্বের মৌমিক দেব এর গীতা পাঠের মাধ্যমে সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ জেনিক সিলেটের সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রনিকস বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান
ফখরুল ইসলাম চৌধুরী, পাওয়ার বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান অমল কৃষ্ণ চক্রবর্তী, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ননটেক) গোলাম কিবরিয়া।

নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিভিল বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী সালেহীন ও ইলেকট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী জুবায়ের। নবীনদের মধ্যে বক্তব্য রাখেন তাহসীন আলম ও শাহীনা আক্তার তুলি। অভিভাবকদের মধ্যে ঝিনাইগাতী শেরপুর থেকে আগত কিয়াম উদ্দিন গাজী ও সিরাজগঞ্জ থেকে আগত মো: গফুর খাঁন বক্তব্য রাখেন।

২০২৫-২৬ সেশনে ১৩শতর বেশি শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Authors

আরও খবর

Sponsered content