প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২৯:৩৩ প্রিন্ট সংস্করণ
আহমদ রেজা কর্ণফুলী প্রতিনিধি (চট্টগ্রাম): কোরিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন (KEPZ)-এ স্থানীয়দের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে, বিশেষ করে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে।
বর্তমানে কেইপিজেডে ৩৬টি শিল্পপ্রতিষ্ঠান সক্রিয়ভাবে উৎপাদনে রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে আরও ১৬টি প্রতিষ্ঠান চালু হওয়ার কথা, যার ফলে প্রায় ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিষ্ঠানে ছেলেদের নিয়োগ দেওয়া হয় না। অভিজ্ঞতার অজুহাতে নিয়োগ বাণিজ্য চলে, যেখানে লবিং, অর্থের আদান-প্রদান ও রাজনৈতিক প্রভাবকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অল্প কিছু প্রার্থী নিয়োগ পেলেও উপজেলার হাজার হাজার শিক্ষিত বেকার যুবক চাকরি থেকে বঞ্চিত হচ্ছে।
আনোয়ারার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে পাশ করা অনার্স-মাস্টার্স ডিগ্রিধারীরা প্রতিনিয়ত চাকরির আশায় দরখাস্ত করলেও কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছেন না।
উল্লেখ্য, চট্টগ্রামের দরিদ্র উপজেলা আনোয়ারায় একাধিক শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেইপিজেড। অথচ এখানেই স্থানীয়দের চাকরির সুযোগ সীমিত থাকায় জনমনে ক্ষো’ভ দিন দিন বাড়ছে।