মানববন্ধন / সম্মেলন

কেন্দুয়ার জহুরবানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩৪:৪২ প্রিন্ট সংস্করণ

লুৎফুর রহমান হৃদয়, স্টাফ রিপোর্টার :  নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জহুরবানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা গত ১১ সেপ্টেম্বর গড়াডোবা ইউনিয়ন পরিষদের বিভিন্ন অনিয়মের তদন্ত কার্যক্রম চলাকালে ভূয়া সাংবাদিক পরিচয়ধারী মহিউদ্দিন তালুকদারের হামলার ঘটনায় গুরুতর আহত হন জহুরবানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এমদাদুল হক (হালিম)। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

শিক্ষক-শিক্ষার্থীরা এক কণ্ঠে বলেন, একজন সৎ ও দায়িত্বশীল শিক্ষককে এভাবে প্রকাশ্যে আক্রমণ করা শিক্ষা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তারা হামলাকারী মহিউদ্দিন তালুকদারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান ও নিরাপত্তা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

আয়োজনে ছিলেন: জহুরবানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Author

আরও খবর

Sponsered content