অনুসন্ধান

ময়মনসিংহে বিশেষ অভিযানে চোলাই মদ উদ্ধার

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩৬:০৯ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:  ময়মনসিংহের পতিতাপল্লীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মদ জব্দ করা হয়েছে। এ সময় কোনো অভিযুক্তকে আটক করা হয়েছে কি না সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

 

ওসি শিবিরুল ইসলাম আরও বলেন, মাদকবিরোধী এ অভিযান নিয়মিত চলবে এবং অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা মাদক নির্মূলে প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।

Authors

আরও খবর

Sponsered content