কনফারেন্স

প্রকাশিত সংবাদের প্রতিবাদে মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩:১৬:৫০ প্রিন্ট সংস্করণ

জহিরুল ইসলাম, মধ্যনগর উপজেলা  প্রতিনিধি: বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সুনামগন্জের মধ্যনগর সদর ইউনিয়ন বি এন পির উদ্যোগে সংবাদ সম্মেলনে আহবায়ক কামাল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি সর্ব সম্মতিক্রমে গঠন করা হয়। উক্ত কমিটিতে তৃণমূলের ত্যাগী নেতা এমদাদুল হক তালুকদারকে সভাপতি ও মোস্তব আলী কাঁচা মিয়াকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক হলো, সম্প্রতি সুনামগঞ্জ প্রতিদিনসহ কয়েকটি অনলাইন পোর্টালে ইউনিয়ন আহবায়ক কমিটিকে উদ্দেশ্য করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই ধরনের অসত্য প্রচার বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে বিতর্কিত করার অপচেষ্টা। আমরা গণমাধ্যমের দায়িত্বশীল বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রতি জোর দাবী জানাচ্ছি। সাংবাদিকরা জাতির বিবেক তাদের কাছে সাধারণ জনতা সত্য উদঘাটন প্রত্যাশা করে। আমরা মধ্যনগর সদর ইউনিয়ন বি এন পির ৬নং ওয়াডে একটি পরিক্ষিত নেতৃত্ব দিয়ে কমিটি করেছি। এই নিয়ে বিভিন্ন সোশাল মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আহবায়ক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য বিল্লাল হোসেন, নিবাস,কপিলদ্দিনসহ প্রমুখ।

Authors

আরও খবর

Sponsered content