প্রশাসন

ঠাকুরগাঁওয়ে এএসআই সারোয়ার জাহানের মানবিক কর্মকাণ্ডে প্রশংসার জোয়ার

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২৬:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত এএসআই সারোয়ার জাহান তার মানবিকতা ও পেশাদারিত্বপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। অপরাধ দমন, চুরি ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার, মোবাইল উদ্ধার, চুরি হওয়া গাড়ি ও অটো চার্জার উদ্ধারসহ অসংখ্য সাজাপ্রাপ্ত আসামিকে ওয়ারেন্ট মূলে গ্রেফতারে তিনি ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন।

সম্প্রতি এমনই এক ঘটনায় তার মানবিক দৃষ্টান্ত সকলের নজর কাড়ে। সকালে নিয়মিত ডিউটির সময় পুলিশ পিকআপ ভ্যান দেখে ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে তার কাছে এসে জানায়, কলেজে যাওয়ার পথে তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে। বিষয়টি জানার পর এএসআই সারোয়ার জাহান দ্রুত তথ্যপ্রযুক্তির সহায়তা নেন এবং মাত্র এক ঘণ্টার মধ্যেই মোবাইলটি উদ্ধার করে শিক্ষার্থীর হাতে তুলে দেন।

মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী বলেন, আমি ভেবেছিলাম আর মোবাইলটা ফিরে পাব না। কিন্তু এএসআই স্যার খুব দ্রুত আমার মোবাইলটা উদ্ধার করে দিয়েছেন। আমি তার জন্য দোয়া করছি।

স্থানীয়দের মতে, এএসআই সারোয়ার জাহান শুধু আইনের প্রয়োগে নয়, মানবিকতার ক্ষেত্রেও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তার এ ধরণের কর্মকাণ্ড সাধারণ মানুষের আস্থা ও ভরসাকে আরও সুদৃঢ় করছে।

Author

আরও খবর

Sponsered content