সভা

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪২:১৭ প্রিন্ট সংস্করণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেবনাথ কৃষ্ণ প্রসাদ কে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার অধ্যাপক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষ, সহকারী শিক্ষক মোঃ ইউনুস আলী, ঝরনা শিকদার, শেখ মনিরুল ইসলাম, রেজাউল হক প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেবনাথ কৃষ্ণ প্রসাদ শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস।

বিদায়ী শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদ কর্মজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ আব্দুল্লাহ আল মামুন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তার প্রিয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করেন এবং বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

দেবনাথ কৃষ্ণ প্রসাদ ১৯৯০ সালের ৬ আগস্ট মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৫ বছর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে পাঠদান করিয়েছেন।

Author

আরও খবর

Sponsered content