প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫১:৩৫ প্রিন্ট সংস্করণ
ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় মাদক ও জুয়া বন্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকালে নৈহাটি বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা বিএনপির সহ সভাপতি কামাল হোসেন মেম্বার,চিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন ভুট্টো, চিরাম গ্রামের জাহাঙ্গীর হোসেন,প্রধান শিক্ষক জসিম উদ্দিন, নৈহাটি গ্রামের মেহেদী হাসান মুরাদ,নৈহাটি গ্রামের মানিক শেখ,বাখড়া গ্রামের যুবদল নেতা রাজন সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন ৫ নং চিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বল শেখ আওয়ামী ফ্যাসিস্টদের পূনর্বাসন করছে।উজ্জ্বল শেখ এলাকায় মাদক,জুয়া,নারী কেলেংকারী সহ এমন কোন কাজ নেই যে সে করেনা।সে এলাকায় জুয়ার বোর্ড বসায়।তাই আমরা এলাকাবাসীরা সবাই এই সন্ত্রাসী উজ্জ্বল শেখের হাত থেকে মুক্তির দাবী আজ একত্রিত হয়েছি।আমরা এলাকাবাসী উজ্জ্বল শেখকে বিএনপির কমিটি থেকে বহিষ্কার চাই।
বারহাট্টা উপজেলা বিএনপির সহ সভাপতি কামাল মেম্বার জানান উজ্জ্বল শেখ একজন প্রতিষ্ঠিত জুয়াচোর। সে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে কয়েকদিন আগে একটা মানববন্ধন করায়।আমি সম্পূর্ণ নির্দোষ। যত অপকর্মের মূল হোতা হল এই উজ্জ্বল শেখ।আমার মূল দাবী হল যদি আমি অপরাধী হই তাহলে আমার বিচার কর হোক।অর্থাৎ কে মূল অপরাধী সেটা তদন্ত করে বের করা হোক।আমরা যারা এলাকায় থাকি তাদের না জানার কথা না কে মূল অপরাধী।
বারহাট্টা উপজেলা চিরাম ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ জানান কামাল মেম্বার মাদক ব্যবসা করে এটা সবাই জানে শাক দিয়ে মাছ ডাকা যা না। আমরা পুলিশ সুপার, স্বরাষ্ট্র উপদেষ্টা, মাদক জুয়া বন্দের দাবিতে লিখত অভিযোগ দিছি।
আমাকে সামাজিক ভাবে অপমানিত করার জন্য এক তরফায় মানববন্ধন করেছে, আমি এটার নিন্দা প্রতিবাদ জানাই।