খেলা

ভাবকীতে যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৩৪:১৯ প্রিন্ট সংস্করণ

মোজাম্মেল হক, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বখস মাঠে শুক্রবার বিকেল ৪টায় ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত “ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য সুবাস দাস।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সুবাস দাস বলেন,
“গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা ফুটবল শুধু বিনোদনই নয়, এটি আমাদের তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। খেলাধুলা যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে প্রফুল্ল এবং শৃঙ্খলাবদ্ধ করে তোলে। ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।”

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে:
ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাব বনাম কাহারোল একাদশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলাম
উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক দোলায়ার,এছাড়াও আরও অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দর্শক ও খেলোয়াড়দের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি হয়, এবং ফুটবলপ্রেমীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Author

আরও খবর

Sponsered content