প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৩৭:২৯ প্রিন্ট সংস্করণ
তারেক রহমান ফয়সাল, নিজস্ব প্রতিবেদক : পবিত্র জুম্মাবার শুক্রবার (আজ) গাছা থানার এবি যুব পার্টির কার্যালয়ে গাজীপুরের ৩৪ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছা থানা যুব পার্টির আহ্বায়ক সোহেল মিয়া এবং সঞ্চালনা করেন থানা কমিটির সাধারণ সম্পাদক রাশেদ সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি যুব পার্টির ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ, যিনি নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া উপস্থিত ছিলেন এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা এবি পার্টির নেতা তারেক রহমান ফয়সাল এবং সাংবাদিক গিয়াস উদ্দিন রানা।
নতুন কমিটিতে মোহাম্মদ রাফি হোসেন জিহানকে আহ্বায়ক এবং মোহাম্মদ নাঈম হোসেনকে সদস্য সচিব করে মোট ১৬ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতা দেন তারেক রহমান ফয়সাল। তিনি বলেন,
> “যুব সমাজ রাজনীতির একটি অপরিহার্য অংশ। যুবসমাজ ছাড়া রাজনীতি অচল। পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র ও যুবসমাজ মিলেই এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে রক্ষা করেছে।”
তিনি আরও বলেন, দেশে এখনও অপরাধমুক্ত পরিবেশ গড়ে ওঠেনি, হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একই সঙ্গে তিনি ফ্যাসিস্ট সরকারকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্য সম্পন্ন করার আহ্বান জানান।
ঢাকা উত্তর মহানগর এবি যুব পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ তার বক্তব্যে নতুন প্রজন্মকে সুস্থ, সমৃদ্ধশালী ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে অংশগ্রহণের আহ্বান জানান।