প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১:৪৯:১৭ প্রিন্ট সংস্করণ
মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আজ ২০ শে সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে নগরের প্রতিটি অলিগলি ব্যানার পেস্টার পেস্টনে সাজিয়ে তুলেছে । নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃণমূল ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোট দিয়ে নির্বাচন করবেন তাদের কাঙ্ক্ষিত নেতা। এ উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ৩রা সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী গত রোববার (১৪ ই সেপ্টেম্বর) স্থানীয় জিয়া অডিটোরিয়ামে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। উপজেলা সভাপতি পদে ২,জন, সাধারণ সম্পাদক পদে ২ এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছেন। পৌরসভা সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী রয়েছেন। উক্ত নির্বাচনে উপজেলা নেতা নির্বাচন করবেন দশটি ইউনিয়নের ৭১০ জন কাউন্সিলর এবং পৌরসভা পর্যায়ে নেতা নির্বাচন করবেন পৌরসভার ১০ টি ওয়ার্ডের ৭১০ জন কাউন্সিলর।
উপজেলা বিএনপি’র সভাপতি পদে মোজাম্মেল হক মজু (ছাতা), সাহাবুদ্দিন তুর্কি (চেয়ার), সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন জিএস (মোরগ), ভিপি আবদুর রহিম (দেওয়াল ঘড়ি), সাংগঠনিক সম্পাদক পদে আবুল বাশার সতু (মাছ), নজরুল ইসলাম পিন্টু (ফুটবল), মহিবুর রহমান পাটোয়ারী (টিউবওয়েল), আমজাদ হোসেন (আম) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর বিএনপি’র সভাপতি পদে শেখ মোহাম্মদ কামরুজ্জামান (ছাতা), ইসমাইল হোসেন বেঙ্গল (চেয়ার), এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু (আনারস), সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহম্মদ (দেওয়াল ঘড়ি), মো. আলমগীর হোসেন মিয়া (মোরগ), গিয়াস উদ্দিন পলাশ (দোয়াত-কলম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব বাবলু (ফুটবল), মো. রেজাউল করিম (আম), ইকবাল চৌধুরী (মাছ), মিজানুর রহমান মিরন (টিউবওয়েল), ওয়াবেদ উল্যাহ (মই) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।