প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১৪:২৯ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার থানা রোডের খাদেম সূ ফ্যাশন ও চৌধুরী হার্ডওয়ারে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নিয়েছে।
রবিবার দিবাগত গভীর রাতে মুখোশপরিহীত দুইজন চোর প্রথমে চৌধুরী হার্ডওয়ারের পিঁছনের টিনের দরজা ভেঙ্গে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১০হাজার টাকা ও পরে পাশ্ববর্তী খাদেম সূ ফ্যাশনের ওয়াল ভেঙ্গে নগদ ১লাখ ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
আজ সকালে খাদেম সূ ফ্যাশনের মালিক গোলাম মর্তুজা মামুন জানান চৌধুরী হার্ডওয়ার থেকে দুইজন চোর মাঝখানের দেয়াল ভেঙ্গে তার দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে দোকানের বিভিন্ন স্থানে রক্ষিত নগদ ১লাখ ১০হাজার টাকা নিয়ে যায়। যা তিনি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত করেন। দুইজন চোর মুখোশ পরিহীত থাকায় তাদেরকে চেনা যায়নি।
রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোমান হোসেন পাটোয়ারীসহ বাজারের অন্য ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান পুলিশ ঘটনাস্থল গিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীকে অভিযোগ দিতে বলা হয়েছে।