সারাদেশ

মদন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতায় গুরুত্বারোপ”।

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২১:০৭ প্রিন্ট সংস্করণ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার সুযোগ্য জেলা প্রশাসক, প্রশাসন ক্যাডারের চৌকস সিনিয়র কর্মকর্তা জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫ ইং) দুপুরে মদন উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সভায় তিনি মদন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণের উদ্যোগ, প্রেসক্লাব প্রাঙ্গণে পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা, সাংবাদিকদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং সর্বোপরি ইতিবাচক সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের অনুরোধে জেলা প্রশাসক মদন প্রেসক্লাবকে একটি ডেস্কটপ কম্পিউটার দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি প্রেসক্লাব চত্বরে প্রস্তাবিত পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

অতিথিদের বক্তব্য

বাবু শ্যামলেন্দু পাল, সিনিয়র সাংবাদিক ও জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক বলেন, “সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্যনিষ্ঠা। জেলা প্রশাসকের এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের দায়িত্বশীলতা বাড়াতে সহায়তা করবে।”

নূরুল আলম তালুকদার, মদন উপজেলা বিএনপির সভাপতি ও চাঁনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বলেন, “মদন প্রেসক্লাবকে শক্তিশালী করতে আজকের প্রতিশ্রুতি অত্যন্ত মূল্যবান। সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা সমাজকে এগিয়ে নিতে বড় অবদান রাখে।”

রফিকুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বলেন, “সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতার প্রতিশ্রুতি এ দর্পণকে আরও স্বচ্ছ করবে।”

শাহ শামসুল আলম, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনী একে অপরের পরিপূরক। সঠিক ও দায়িত্বশীল সংবাদ সমাজে শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে।”

পল্লব চক্রবর্তী, প্রথম আলোর জেলা প্রতিনিধি বলেন, “প্রশাসন, সাংবাদিক ও জনসাধারণের মধ্যে ইতিবাচক সম্পর্কের ভিত্তিতেই উন্নয়ন সম্ভব।”

আবু তাহের আজাদ, ১নং কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান বলেন, “প্রেসক্লাবের ভেতর লাইব্রেরী প্রতিষ্ঠার প্রস্তাব একটি যুগোপযোগী সিদ্ধান্ত, যা আগামী প্রজন্মকে জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করবে।”

সামিউল হায়দার শফি, ৮নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, “ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব। জেলা প্রশাসকের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।”

সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কার্যকরী কমিটির সদস্য, সাধারণ পরিষদের সকল সদস্যবৃন্দ এবং মদন উপজেলা মিডিয়া ইউনিটের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রেসক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সহযোগিতা কামনা করেন।

Author

আরও খবর

Sponsered content