সারাদেশ

গাজীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিক ঐক্য পরিষদের তীব্র নিন্দা

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৪৭:৫৬ প্রিন্ট সংস্করণ

হাসান মাহমুদ, সাভার :   গাজীপুরের কাশিমপুরে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্সসহ চারজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেপিজে বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন– সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স (৩৫), সাইদুর রহমান (৩৫), ইয়াসিন আহমেদ (৩৬) ও শরীফুল ইসলাম (৩৫)। তারা বর্তমানে কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।

হামলায় রুবেলের ডান হাত ভেঙে গেছে এবং সাইদুরের মাথা ফেটে যাওয়ায় তিনটি সেলাই দিতে হয়েছে। বাকিদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

আহত সাংবাদিক রুবেল জানান, বিকালে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন পূর্ব পরিচিত সাইদুর, ইয়াসিন ও শরীফুল। এ সময় তিনি কেপিজে হাসপাতালের পাশের মাঠে এক যুবককে দুই-তিনজন মেয়েকে উত্ত্যক্ত করতে দেখেন। তিনি এগিয়ে গিয়ে কারণ জানতে চাইলে উত্ত্যক্তকারীসহ ২৫-৩০ জন লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়।

আহত অবস্থায় তারা হাসপাতালে গেলে হামলাকারীরা পুনরায় সেখানে গিয়ে টেনে বের করার চেষ্টা করে। তবে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ফটক আটকে দিলে তারা পালিয়ে যায়। পরে খবর পেয়ে কাশিমপুর ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

আহত সাংবাদিকের অভিযোগ, কাশিমপুর এলাকার রিমেল ও তার অনুসারীরা এ হামলার নেতৃত্ব দিয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এদিকে সাংবাদিক ঐক্য পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জানায়, সাংবাদিকদের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত চিন্তার প্রতি সরাসরি আঘাত। সংগঠনটি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায়। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানায়।

Authors

আরও খবর

Sponsered content