প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩২:৫৭ প্রিন্ট সংস্করণ
মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমা নামাজের পর উপজেলা মডেল মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা
সমাবেশে বক্তব্য রাখেন—
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আল-হেলাল তালুকদার
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন
উপজেলা আমির মাওলানা অলিউল ইসলাম
বিক্ষোভ মিছিল
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মদন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জামায়াতের পাঁচ দফা দাবি
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত।
৪. সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।