ধর্ম

রামগঞ্জে তথ্য উপদেষ্টার ভাই মাহবুব আলমের পূজা মন্ডপ পরিদর্শন

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৫ , ১০:৪৮:২৮ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের শ্রদ্ধেয় বড় ভাই ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

বুধবার সন্ধ্যার পর তিনি রামগঞ্জ পৌর শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দির, শ্রীশ্রী বলদেব মন্দির, অভয় পাটোয়ারী বাড়ি শ্রীশ্রী মন্দির, চন্ডিপুর পাটোয়ারীবাড়ি মন্দির ও উপজেলা পরিষদ সংলগ্ন মন্দিরে পূজারিদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়ক মাইনুদ্দিন মাসুদ, আরিফ হোসেন সোহেল সহ প্রমুখ নেতৃবৃন্দ।প্রত্যেক পূজা মন্দিরের কর্মকর্তারা তাদেরকে উষ্ণ অভিনন্দন জানান এবং সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

Author

আরও খবর

Sponsered content