সারাদেশ

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের পরিচালক রেজাউল করিম রেজা

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৫ , ১০:০৩:২১ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বাংলাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষার লক্ষ্যে গঠিত “সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ”-এর নতুন পরিচালক (ইউনিট প্রধান) নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম রেজা। সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রেজাউল করিম রেজা নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সাহসী সাংবাদিকতার জন্য সহকর্মীদের কাছে পরিচিত। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “সাংবাদিকরা গণতন্ত্র ও সমাজের দর্পণ। অথচ সত্য তুলে ধরার কারণে অনেক সময় নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আমি এই সেলের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কাজ করতে চাই।”

সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, রেজাউল করিম রেজার নেতৃত্বে সেলটি আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের ওপর যেকোনো হামলা, হয়রানি বা নির্যাতনের ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ ও আইনি সহায়তা প্রদানে কার্যকর ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ সাংবাদিকদের অধিকার রক্ষা, আইনগত সহায়তা প্রদান, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের মাধ্যমে একটি আস্থার জায়গা তৈরি করেছে। নতুন পরিচালক নির্বাচিত হওয়ায় সহকর্মী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রেজাউল করিম রেজাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন।

Author

আরও খবর

Sponsered content