সংবাদকর্মীর কথা

চাঁদাবাজি মামলায় সাংবাদিক সমাজের ক্ষোভ, কামালের দাবি—‘সাজানো ষড়যন্ত্র’

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৭:০৫:৩০ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের একসময়ের জনপ্রিয় ফটো সাংবাদিক মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা রেকর্ড করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

 

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম জানান, সাইবার ট্রাইব্যুনালে একটি জিডির মতামত পাঠিয়েছিলেন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)। পরবর্তীতে ট্রাইব্যুনালে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মামলাটি রেকর্ড করা হয়েছে।

 

এই মামলার বাদী ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও একসময়ের জাতীয় পার্টির প্রভাবশালী নেতা মনির চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থেই তিনি মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি।

 

তবে অভিযোগ অস্বীকার করে ফটো সাংবাদিক মোঃ কামাল হোসেন দাবি করেছেন, এটি একটি সাজানো ও হয়রানিমূলক মামলা। তিনি বলেন, “আমাকে ফাঁসাতে একটি গভীর ষড়যন্ত্র ও দীর্ঘদিনের পরিকল্পনা করা হয়েছে। বিভিন্নভাবে আমাকে টার্গেট করা হচ্ছে।”

 

এদিকে, ময়মনসিংহের সাংবাদিক নেতারা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, অতীতেও সাংবাদিকদের নামে ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছিল, কিন্তু সফল হয়নি— এবারও হবে না। দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা সতর্ক করেছেন, মামলা প্রত্যাহার না হলে ময়মনসিংহের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবেন।

 

সাংবাদিক সমাজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে কোনো সংবাদকর্মীকে বিপদে ফেলা না হয়।

Authors

আরও খবর

Sponsered content