প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৫ , ১:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার রামপুর ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি কমিটি গঠনকে কেন্দ্র করে নানা অনিয়ম, ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুল জব্বারের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিভাবক সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করেন, যেখানে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ সময় নির্ধারণ করা হয় ০২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ফাজিল স্তরে একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অভিভাবক মোঃ বিল্লাল হোসাইন।
অভিযোগকারীর দাবি, অধ্যক্ষ আবদুল জব্বারের বিভিন্ন অনিয়মে তিনি সমর্থন না দেওয়ায় তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র শুরু হয়। পরদিন ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অধ্যক্ষ আবদুল জব্বার মোঃ শহীদুল্লাহ নামের আরেকজনকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেন, যা বিধিবহির্ভূত বলে অভিযোগ। এ সংক্রান্ত অডিও ও ভিডিও প্রমাণও রয়েছে বলে জানান বিল্লাল হোসাইন।
তিনি আরও অভিযোগ করেন, প্রিসাইডিং অফিসারের লিখিত আহ্বান থাকা সত্ত্বেও অধ্যক্ষ তার কাছে ভোটার তালিকা সরবরাহ করেননি। এ ঘটনায় বিভিন্ন দপ্তরে তিনি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ দেওয়ার পর থেকে তার ও তার পরিবারের প্রতি হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিভাবক প্রার্থী মোঃ বিল্লাল হোসাইনের বক্তব্য, “নির্ধারিত সময়ে আমি একক প্রার্থী ছিলাম। তাই নিয়ম অনুযায়ী আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা উচিত।”
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আবদুল জব্বারের মন্তব্য পাওয়া যায়নি।