হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে এক অবসরপ্রাপ্ত র্যাব কর্মকর্তার বিরুদ্ধে সরকারি রাস্তা কেটে ফেলার অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউপির সীমান্তবর্তী দুর্লভপুর গ্রামে।এ নিয়ে এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় স্থানীয়দের জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে।ভয়ে কেউ কথা বলছে না। রাস্তার ছবি তুলতেও বাধা দেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায় ,মাধবপুর উপজেলার বহরা ইউপির শ্রীধরপুর গ্রামের নাহিদ ভূইয়া নামে একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্পোরাল যিনি র্যাপিড একশ্যান ব্যাটেলিয়ান(র্যাবের)এএসআই হয়ে অবসর নেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি ২০২৩) অভিযুক্ত নাহিদ ভুইয়া ও তার লোকজন মালিকানার জোর দেখিয়ে ওই গ্রামের রাস্তা কেটে ফেলেন।
এ বিষয়ে অভিযুক্ত নাহিদ ভূইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা করে উঠা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান,ওই লোক গত বছরেও একই রাস্তা কেটে ফেলেছিলের। বিষয়টি স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তা ও চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে মিমাংশা করে দেয়া হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ও ইউপি সদস্য মোশাররফ হোসেন বিষয়টি অবগত হয় বিস্তর প্রতিবাদ জানিয়েছেন।
রাস্তা কর্তনের বিষয়ে মাধবপুরের ইউএনও একেএম ফয়সালকে একাধিকবার ফোন ও মেসেজ দেয়া হলেও তিনি ফোন ধরেনি।