সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন বাজারে গুলোতে মসলার দাম ঊর্ধ্বমুখী, হলেও স্বস্তি ফিরেছে সবজিতে

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৫ , ১:৪৫:৩১ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি-হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁও জেলা বিভিন্ন উপজেলায় রাণীশংকৈল, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, হরিপুরে মসলার দাম ঊর্ধ্বমুখী, স্বস্তি ফিরেছে সবজিতে ক্রেতাদের জন্য স্বস্তি ফিরেছে সবজি বাজারে।

ঠাকুরগাঁওয়ের শীতের আগাম সবজি কাঁচা বাজারে আসতে শুরু করায় বাজারে সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুনের এর দাম ঊর্ধ্বমুখী। বাজারে নতুন সবজি হিসেবে দেশি কাটালি বেগুন, টমেটো বেশি দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ ও কাচামরিচ ও রসুনের।

তবে শীতের আগাম সবজি বাজারে সরবরাহ বাড়ায় সবজিতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে ক্রেতারা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন কয়েকটি খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৪০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২শ’ টাকা এবং কেজিতে ৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা ও কেজিতে ১০ টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা।

তবে ক্রেতাদের জন্য স্বস্তি ফিরেছে সবজি বাজারে। প্রতি কেজি আলু ১৬ টাকা, কচু ২০টাকা, মুলা ৩০ টাকা, শসা ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁরশ ৪০ টাকা, ফুলকপি ৬০ টাকা, ছোট করলা ৬০ টাকা, বড় করলা ৭০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, চিচিংগা ৩০ টাকা, কাঁচাকলা ২০ টাকা হালি, কয়থা ৪০ টাকা কেজি।

Author

আরও খবর

Sponsered content