প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৫ , ৪:২১:২৩ প্রিন্ট সংস্করণ
মুক্তকথন ডেস্ক : বরিশালে এক তরুণীকে গণধর্ষণের মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক মো. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মিজানুর রহমান, রাকিব হোসেন, দেলোয়ার হোসেন ও শাহীন মিয়া। তাদের মধ্যে তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, অপরজন পলাতক।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ নভেম্বর বরিশাল নগরীর এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করে আসামিরা। পরদিন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। রায়ে প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালতের প্রতি কৃতজ্ঞতা।”
অন্যদিকে মামলার সরকারি কৌঁসুলি (পিপি) বলেন, “এই রায় সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।”
সম্পাদকীয় মন্তব্য : এ রায়ের মাধ্যমে আবারও প্রমাণিত হলো— আইন ও আদালত যদি দৃঢ়ভাবে কাজ করে, তবে অপরাধীরা কোনোভাবেই পার পাবে না। তবে শুধু শাস্তি নয়, সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করাও সমান জরুরি।

















