শিক্ষা ও ক্যাম্পাস

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:১৩:১৬ প্রিন্ট সংস্করণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাট সদরের ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪-২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ এর সভাপতিত্বে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৪-২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার অধ্যাপক শেখ আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নিলয় কুমার মিত্র, ম্যানেজিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষ’সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন স্মীতা দেবনাথ, নিয়ন্তি মিত্র মমো, জুয়েল, রুকসানা, আখি ভট্টাচার্য, প্রনয় ঘোষ প্রান্ত, তূর্য নন্দী, আপন সাহা, মেহেরাব হোসাইন রাতুল।

Author

আরও খবর

Sponsered content