প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:২৫:১৬ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি: ভুশ্চি ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা দিন দিন বেহাল হয়ে পড়েছে। বিদ্যালয়টির উত্তর ও পূর্ব পাশে নেই কোনো সীমানা প্রাচীর। ফলে বিদ্যালয়ের মাঠের উত্তরপাশ এখন দখল হয়ে গেছে দুটি অস্থায়ী দোকানে। এ ছাড়া প্রায়ই সেখানে অটোরিকশা প্রবেশ করছে, বিভিন্ন গাড়ি পার্কিং করছে— যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে বিদ্যালয়ের পূর্ব পাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই প্রতিদিন সকালে শিক্ষার্থীদের শারীরিক অনুশীলন করাচ্ছেন শিক্ষকরা। স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হচ্ছে না।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

















