রাজনীতি

এনসিপির জন্য ‘শাপলার কলি’ প্রতীক প্রস্তাব করেছিলেন রাশেদ খান

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ৩:৩৮:৪১ প্রিন্ট সংস্করণ

মুক্তকথন ডেস্ক :  নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় নতুন প্রতীক ‘শাপলার কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল। তবে ইসির তালিকায় শাপলা না থাকায় তাদের সে দাবি পূরণ সম্ভব হয়নি। নতুন করে যুক্ত হওয়া ‘শাপলার কলি’ প্রতীকটি এখন এনসিপির হাতেই যাচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

 

এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানই এনসিপিকে এই প্রতীক দেওয়ার প্রস্তাব করেছিলেন।

গত ১৫ অক্টোবর একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি বলেন,

 

“শাপলার কলি দিয়ে হলেও এনসিপি ও ইসির বিষয়টা মীমাংসা করা দরকার। আমার মনে হয় এনসিপিও এটা মেনে নেবে। তারা শাপলা চায়, আর শাপলার কলিও তো দেখতে প্রায় একই রকম।”

 

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত প্রতীক তালিকায় নতুন যুক্ত প্রতীকগুলোর মধ্যে ‘শাপলার কলি’ অন্যতম।

Authors

আরও খবর

ডাঃ জাহেদুর রহমানকে হত্যার হুমকি ও নাস্তিক অপবাদ দেয়ার বিরুদ্ধে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ

মদনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্মীপুর জেলা শাখার ভাইস চেয়ারম্যান হলেন এনসিপি নেতা মাহবুব

নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ডা. আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত

বাঁচতে হলে মানবতার রাষ্ট্র লাগবে তাই মানবতায় বাংলাদেশ গড়ি

বোয়ালমারীতে গণ অধিকার পরিষদ এর সভাপতি এস এম আলিমুজ্জামান সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান – দৈনিক মুক্তকথন নিউজ ।  

Sponsered content