শিক্ষা ও ক্যাম্পাস

ত্রিশালে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২৪ , ১২:০১:০৪ প্রিন্ট সংস্করণ

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলাভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে ত্রিশাল উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীকে ৭৭ হাজার ৫০০ টাকার বৃত্তির চেক ও ২ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জুয়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার প্রাথমিক শাখার মোট ১০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ২ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক শাখার ৪ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৬ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক শাখার ৩ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৯ হাজার ৫০০ টাকা করে শিক্ষা বৃত্তি পায়।

Author

আরও খবর

Sponsered content