প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৪:১০:৩৪ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযানে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জিতু (২৫) কে গ্রেপ্তার করেছে।

র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার রাত অনুমান ১টা ৩০ মিনিটের দিকে র্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন হামিদ উদ্দিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জিতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ১৯(১) টেবিল ১৯(ক) ধারায় দায়ের করা কোতোয়ালী মডেল থানার মামলা নং ৭৫(৪)১৮, জিআর নং ৪২১/১৮, প্রসেস নং ২৪৮/২৫ অনুযায়ী ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

















